নিজস্ব প্রতিবেদক :
সুলতানুল আউলিয়া হযরত শাহসূফি ছৈয়দ খাজা আশরাফ শাহ বলখী ( রহ.) ও তাহার খলীফা খাজা শাহসূফি ছৈয়দ হযরত আবু শাহ ( রহ.) -এর ২১৯ তম বার্ষিক ওরশ শরীফ ও মুহিব্বীন ভ্রাতৃ-সম্মেলন আগামী ২৩ ফেব্রুয়ারি রবিবার ২০২৫ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফের খাজা আশরাফিয়া তৈয়বিয়া মঞ্জিলে নানান কর্মসূচি পালনের মাধ্বমে অনুষ্ঠিত হবে।
এতে কর্মসূচির মাঝে আছে খতমে কোরআান শরীফ, খতমে খাজেগান শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, তবরুক বিতরণ ও মোনাজাত । উক্ত ওরশ শরীফে সকল ভক্ত- আশেকান ও সংশ্লিষ্ঠদের যথাসময়ে উপস্হিত থাকার জন্য সাজ্জাদানশীন শাহজাদা আলহাজ্ব মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী ( ম: জি: আ:) আন্তরিক অনুরোধ জানিয়েছেন।