আমজনতা
উত্তম কে বড়ুয়া
প্রিয় স্বদেশ, প্রিয় আমজনতা!
দেশে এখন নেই কোন, দেশ প্রিয় নেতা।
দেশের মাঝে যে যখনে ক্ষমতায় যায়,
সে দেশটাকে সুযোগ পেলে লুটেপুটে খায়।
আমি তুমি সে কেউ দেশ প্রেমিক নই,
তার জন্য মাথা ভর্তি গোবর নিয়ে চুনকে বলি দই।
তাই দেশের রাজনীতি থেকে দূরে থাকতে পারলে ভালো,
তবে দেশ বিনির্মাণের জন্য কাজ করতে পারলে দেশটি হবে আলো।
অথচ যে দেশের আলো বাতাস খেয়ে হয়েছি মানুষ,
তার অবমাননা অপদস্তের কথা শুনলে হারিয়ে ফেলি হুঁশ।
অথচ যারা চাইনি এই প্রিয় স্বদেশের স্বাধীনতা,
তারা এখন ছলে বলে কৌশলে নিতে চায় দেশের ক্ষমতা।
তার জন্য আর সইতে পারছিনা নিজেদের অজ্ঞতা,
তাই প্রিয় স্বদেশের প্রিয় মানুষেরা ঘুরে দাঁড়াও আমজনতা।
তা না হলে দেশটাকে শকুনেরা খাবে লুটেপুটে,
অতঃপর যে কোন সময় অকূল সাগরের ভাসমান নৌকার মতো হয়ে যাবে ফুঁটে।