জাগো পৃথিবী
-জমির আলী
জাগো পৃথিবী, অন্যায়ের শৃঙ্খল ছিঁড়ে ফেলো।
রক্তে রাঙা আর ভোর চাইনা আমরা আলো ছাড়া।
অত্যাচারীর মুখোশ খুলে দাও সত্যের বজ্রনাদে,
জাগুক ন্যায়ের সূর্য নিপীড়িতের মাঝে।
যুদ্ধ নয়,চাই শান্তির নীলাকাশে মুক্তি,
মানুষ হোক মানুষের আশ্রয়,না হোক ভয়ভীতি।
ধ্বংস নয়,গড়ি শান্তির এক নবসভ্যতা,
যেখানে প্রতিটি প্রাণে জ্বলে মানবতার প্রদীপ।
Leave a Reply