"জিহাদ বা যুদ্ধ"
-মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
আল্লা'র রাস্তায় মরেছে যারা
তারা কিন্তু মৃত নয়,
জিহাদ করে মরে যারা
জীবন তাদের অমর হয়।
জিহাদ হয় ফরজ হুকুম
কুরআনের বাণী,
জান-মাল বিসর্জন করলে
শ্রেষ্ঠ হবে জানি।
ইমাম হুসাইন(রা:) শহীদ হলো
ফুরাত নদীর তীরে,
জিহাদ করা ফরজ ছিল
প্রমাণ করল মহাবীরে।
জিহাদের ময়দানেতে
সীমারেখা মানতে হয়,
শত্রু পক্ষ আঘাত করলে
প্রতিহত করবে তয়।
মুনাফিক আর কাফিরদেরকে
জিহাদের ময়দানে
শাস্তি প্রয়োগ করতে পারবে
অপরাধের কারণে।
মু'মিনদের মনোবলে
দশগুণ শক্তি পাওয়া যায়,
সাহায্য পাবে আল্লাহর
ঈমানের দৃঢ়তায়।
আল্লা'র রাস্তায় জিহাদ করলে
জীবন হবে স্বার্থকময়,
ইহকাল আর পরকালে
নেই কোন ভয় নেই সংশয়।
ইমাম হুসাইন(রা:) জিহাদ করেছিল
কারবালার মাঠে,
পানি পায়নি দুধের শিশু
ফুরাত নদীর ঘাটে।
ঈমানদার ব্যক্তি মর্যাদায় শ্রেষ্ঠ
হবে জিহাদকালে,
আল্লা'র প্রিয় বান্দা হবে সে
জীবন গেলেও চলে।