শিশুদের কোলাহল
-শরীফ নবাব হোসেন
শিশুদের অকৃত্রিম কোলাহল
লাগে খুবই মধুর
বড়দের জটিল হলাহল
বড়ই বেদনাবিধুর !
ছোট মণি দের পবিত্র হাসি
অনেক লাগে ভালো
বড়দের কপট হাসি
সর্বদা কয়লার কালো।
ছোটদের ছোট ছোট বায়না
একরাশ মনের ময়না
বড়দের লোভাতুর চাহিদা
সমাজে অশান্তির কায়দা।
শিশু তার স্বভাব নির্মল
তা সকালের রৌদ্রের ন্যায় ঝলমল
আমাদের স্বভাব উগ্র
তা মানব কষ্টের সমগ্র।
শিশুদের শিশুতোষ অতি আনন্দের
সেটা সবার প্রাণের
বড়দের বহু কর্ম হতাশার
সেগুলো পূরণ করে না মানুষের আশা ?
বালকদের বালকসুলভ আচরণ
সবার কাছে সবসময় প্রিয়
বয়োজ্যৈষ্ঠদের বাড়াবাড়ি কাড়াকাড়ি
সকলের কাছে অনভিপ্রেত অপ্রিয় !
আমরা বড়রাও হবো –
অর্ভকের অনুরূপ পূত অমলিন
তবেই , সমাজকে করতে পারবো আলোকিত
আমরাও হতাম বালকদের মতো পুলকিত।
Leave a Reply