সবাই মিলে ভালো থাকা
– শরীফ নবাব হোসেন
আমি নয় – আমরা আমাদের
আমরা সবাই সবার
এদেশ আমাদের সবার
দেশের মঙ্গল সবার মঙ্গল
দেশের ক্ষতি সবার ক্ষতি ।
দেশের ভালোর জন্য –
সবাই মিলে করতে হবে কাজ
সবাইকে হতে হবে এক
দেশের ক্ষতি যা –
ঐক্যবদ্ধ ভাবে করতে হবে প্রতিরোধ
এখানে চলবে না কোন আপোষ ।
আমরা যা শুনি যা দেখি যা করি
আমাদের ভালোবাসা ভালোলাগা আবেগ অনুভূতি
আমাদের জন্মের শপথ , রক্তের শপথ
আমাদের প্রত্যেকেরই পবিত্র ধর্মের শপথ
সবকিছুই স্বদেশ মাতৃভূমির পক্ষে হবে ।
পৃথিবীর কোনকিছুর লোভে মোহে
আমাদের কোন কাজ কোন কথা
আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কোন অনুভূতি
নিঃশ্বাস বিশ্বাস চিন্তাভাবনা মেধা শ্রম
কোনকিছু আমাদের জন্মভূমির বিপক্ষে যাবেনা ।
স্বজ্ঞানে স্বদেশের বিপক্ষে যায় –
এমন বিন্দুমাত্র করলে-ও কাজ
আমরা আজীবন জাতীয় বেঈমান হিসেবে
থাকবো চিহ্নিত হয়ে ,
আর জাতীয় বেঈমানদের ক্ষমা করাও মস্তবড় অপরাধ
জাতীয় বেঈমানদের ক্ষমাকারী সহযোগিতা কারীরাও জাতীয় বেঈমান ।
আমাদের সবকিছু হবে একমাত্র দেশের স্বার্থে
এর বিপরীত কিছু করলে
তাদেরকে দাঁড় করাতে হবে
জনগণের কাঠগড়ায় ও করতে হবে কঠিন বিচার !
Leave a Reply