জীবনের কর্মফল
-শরীফ নবাব হোসেন ।
ভালোভাবে চলতে হলে
ভালো কাজ করতে হয়
খারাপ কাজ করতে থাকলে
পরিণতি খারাপ হয় ।
মন্দ কাজের মন্দ স্বাদ
তাতে নেই সুখের আশা
অমসৃণ পথে সুখ চাওয়া
সেথায় বাঁধে অশান্তির বাসা ।
" যেমন কর্ম তেমন ফল "
কথাটি অতি সত্য
মানুষের কাজের ফলাফলই
জীবনের পরম স্বর্গ মর্ত্যে ।
জীবনকে করতে হলে সুসংগঠিত
পরতে পরতে থাকবে সুন্দর কাজ
অশুভ কাজে হয়না কখনো
চলার পথে সুন্দর সাজ !
সুশৃঙ্খল জীবন যাপনে
আল্লাহ পাক খুশি
মানুষকে ভালোবেসে সেবা দিলে
আল্লাহর রহমত আসে বেশি বেশি ।