শান্তির প্রত্যাশা
( বিশ্ব শান্তি দিবসের নিবেদন )
শরীফ নবাব হোসেন ।
আমরা হবো শান্তির দূত
শান্তি আমাদের জন্য
আমরা উৎসর্গ শান্তির জন্য
মানুষের কল্যাণই শান্তি
অকল্যাণ অমানবিকতা কর্মকাণ্ডে অশান্তি ।
সমাজে দেশে বিশ্বের রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ
মানুষের জীবন আজ চরম অবরুদ্ধ
মানবতা আজ অসহায় বাকরুদ্ধ
মানুষ মরছে অকাতরে
স্বজনহারাদের কান্নার বিলাপ ঘরে ঘরে ।
ক্ষুধা তৃষ্ণা নির্যাতনে নিধনে মানুষ জর্জরিত
তাতে মানব জাতির নেই কোন আক্ষেপ
মানবতার ধ্বংসে মানুষের নেই মোটেও ভ্রুক্ষেপ
চারিদিকে সর্বহারা শোষিত বঞ্চিত মানুষের ক্রন্দন
অত্যাচারী জালিম স্বৈরাচারীর বেহায়া আস্ফালন ?
বসুমাতাকে শান্তিতে রাখতে হলে
মানুষের হৃদয়ে জাগাতে হবে মানবতা
সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে ন্যায়বিচার
যেখানেই জুলুম ; সেখানেই করতে হবে প্রতিবাদ প্রতিরোধ
মানুষকে দিতে হবে অকাতরে হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা ।