খাবো ! খাবো ! খাবো !
শরীফ নবাব হোসেন ।
কেবল আমি খাবো
আমার বউ পুলাপাইন খাবে ,
সকালে ঘুম থেকে উঠা
ও রাতে শুইতে যাবার আগে মূহুর্ত পর্যন্ত
কেবল একটাই চিন্তা ----------?
কারে মাইরা কারে খাবো
কার মাথায় বারি দিব
কারে কোথায় ঠকাবো ?
এরকম চিন্তা ধান্দা করতেই থাকলে -
আমাদের জীবনে শান্তি
আসবে কীভাবে ,
তাই তো শান্তি গেছে হারিয়ে
সুখ গেছে ফুরিয়ে
ঘরে ঘরে জন্মে নিচ্ছে
নিশ্বাসে বিশ্বাসে চরম অশান্তি ?