মোঃ মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলীতে বাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ মিজান রুবেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল শিকলবাহা এলাকার মমতাজ উদ্দিনের পুত্র।সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শিকলবাহা ইউনিয়নের একটি বাসা বাড়ির ৬ তলায় বৈদ্যুতিক কাজ করার সময় ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বাসা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত যুবককে চমেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।