আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
অদ্য ২৪. ২. ২৫ ইং রোজ সোমবার সন্ধ্যে বিকেল ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব “এস রহমান হল ” মিলনায়তনে
কলম বিডি নিউজ ও কলম টিভি,র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।
কলম বিডি নিউজ ও কলম টিভি,র সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন রাজু সভাপতিত্বে,রুনা বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি।প্রধান আলোচক ছিলেন কলমবিডি নিউজ ও কলম টিভি,র প্রধান সম্পাদক ও কলম একাডেমি লন্ডন প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন,লেখক,সাংবাদিক ও কলম বিডি নিউজ, কলম টিভি,র উপদেষ্ঠা মোহাম্মদ কামরুল ইসলাম।
বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শিবলী আল সাদিক , কলম সাংবাদিক ইউনিটের আহ্বায়ক ক ম জামাল উদ্দিন ও রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী সহ প্রমূখ।
এতে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডনের বাংলাদেশ শাখার সভাপতি করুনা আচার্য বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম এর আহবায়ক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমান, কলম একাডেমি লন্ডন ফেনী জেলা শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, গাজীপুর জেলার সভাপতি কায়দে আজম কলম বিডি নিউজ এর বিশেষ প্রতিনিধি যীশু সেন স্টাফ রিপোর্টার বাবর মোনাফ,রিপোর্টার শেখআব্দুল্লাহ শেখাব। কলম বিডি নিউজের পক্ষে উপস্থিত ছিলেন কলমবিডিনিউজ পরিচালনাপরিষদের সদস্য জাহাঙ্গীর হাসান, মোঃ বেলাল হোসেন সিরাজী, ফারদিন রাফি, বিশেষ প্রতিনিধি মাহফুজুল ইসলাম,রাউজান প্রতিনিধি শাহাদাত হোসেন সাজ্জাদ।
প্রধান অতিথি বলেন,সাংবাদিকরা জাতির বিবেক তাই প্রথমে সর্বপ্রথম সাংবাদিকদের আত্মসমালোচনা করা শিখতে হবে। জ্ঞান চর্চা করতে,হবে গবেষণা করতে হবে মানুষের কল্যানের কথা সবার আগে তাদেরকে ভাবতে হবে।দুঃখজনক হলেও সত্য প্রকৃত জ্ঞান অর্জন না করে সুশিক্ষায় উচ্চ শিক্ষিত না হয়ে সাংবাদিক হওয়া বা নিজে দাবী করা গ্রহনযোগ্য নয়।তিনি সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
প্রধান আলোচক বলেন,ভোগবাদী এই সমাজ ব্যবস্থায় সবাই যেন ভোগ করতে উঠেপড়ে লেগেছে, সবাইকে ভোগ করতেই হবে এই মানসিকতা কাজ করছে। আজ দেশীয় সংবাদপত্রের গতানুগতিক যে ধারা বহমান তা থেকে বেরিয়ে সংবাদ কাঠামোর নতুন ধারা সৃষ্টি করার ইচ্ছা থাকলে তা যেন অসম্ভব হয়ে পড়ছে তার কারন অল্প শিক্ষিত,দূনীতি গ্রস্হ লোকজন এই দেশের সংবাদ পত্রে পুনর্বাসিত হয়েছেন।
তিনি আরও বলেন,সংবাদিকতা পেশাকে মানুষ আজও অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে।দেশ,জাতি নয়, বিশ্ব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ও সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত।
মোঃ কামরুল ইসলাম বলেন,সাংবাদিকতা করা মানে মানবতার অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করা।একজন সাংবাদিক যদি এটা ভাবেন আমি সাংবাদিক, আমার হাতে কলম আছে, কাগজ আছে, তাই যা খুশি লিখবো, সবার মাথা আমি কিনে নিয়েছি এমন ভাবা কখনও সাংবাদিকতা নয়।তিনি আরও বলেন,আমার, আপনার লেখার স্বাধীনতা মানে অন্যের অধিকার, সামাজিক অবস্থান, মান-সম্মানকে উপেক্ষা করা নয়। সংবাদপত্রের যেই স্বাধীনতা মানুষের সকল স্বার্থের পাহারাদার, তার সকল অধিকারের নিশ্চয়তা বিধান কারী এবং অসহায়ের শেষ কন্ঠ,সে পবিত্র স্বাধীনতা কে আজ ‘ভেড়ায় ক্ষেত খাওয়ার’ মতো মর্মান্তিক ভূমিকার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফলে অনেকে সামাজিক রাজনৈতিক বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবাইকে সৎ,সতর্ক হয়ে সাংবাদিকতা করার আহবান জানান।সভাপতি সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply