নিজস্ব প্রতিবেদক :
প্রখ্যাত বুযুর্গ ছৈয়্যদুল আজম হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজের মক্কী (রহ.)-এর প্রধান খলিফা গাজিয়ে দ্বীনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা শায়খ হযরত ছৈয়দ মুহাম্মদ আব্দুল জলিল শাহ (রহ.)-এর ৫৯তম সালানা ওরশ মোবারক রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়াস্থ জলিলীয়া রহমানিয়া দরবার শরিফে আগামী ১৫ মার্চ ২০২৫ শনিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্টিত হবে।
অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে আছে পবিত্র খতমে কোরান, খতমে তাহলিল, খতমে গাউসিয়া, খতমে খাজেগান মিলাদ মাহফিল, ইফতার মাহফিল ও তবরুক বিতরণ। উক্ত ওরশ শরীফে দরবারের সাজ্জাদানশীন শাহাজাদা ছৈয়দ মাওলানা মুহাম্মদ সরওয়ার আজমের ও শাহাজাদা ছৈয়দ মুহাম্মদ দিদার আজম সকল ভক্ত, আশেক ও সংশ্লিষ্ঠদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছেন।