মোহাম্মদ জাবেদ, কানাডাঃ
চিশতী ভূঁইয়ার জানাজা আগামীকাল বৃহস্পতিবার জোহর নামাজের পরে মন্ট্রিয়লের ইসলামিক সেন্টার অব কুইবেক(আইসিকিউ) মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে লাভাল কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য মন্ট্রিয়লের সেন্ট হেনরি এলাকায় একটি এপার্টমেন্টে অগ্নিকান্ডে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)
অন্যান্যদের সাথে পার্ক এক্স(টিমস)থেকে তাঁর ফিউনারেল জন্য সহায়তা করা হয়েছে।