গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাবা কামরুন নাহার ডলি কে চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী) তে প্রাথমিক ভাবে দলীয় মনোনয়ন দিয়েছেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উক্ত ঘোষণা পত্র পাঠ করেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে দলীয় প্রতীক ট্রাক মার্কায় লড়বেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে আর্থ-সামাজিক উন্নয়ন সহ এই এলাকার জনগণের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো। দল আমাকে যে বিশ্বাস ও আস্থার জায়গা থেকে মনোনয়ন দিয়েছেন সেই বিশ্বাস ও আস্থা জণগণ ভোট বিপ্লবের মাধ্যমে পূরণ করবে ইনশাআল্লাহ।