সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুন্ড জাতীয় ও স্থানীয় নির্বাচনের আমেজ নিয়ে দোকান-মালিক সমিতির নির্বাচনী হাওয়া বইছে। প্রচার-প্রচরনা শেষ করে ভোটের অপেক্ষায় প্রার্থী ,ভোটার ও নির্বাচন পরিচালনা কমিটি। আর মাত্র ২৪ ঘন্টা পার হলে ভোট প্রদান করবে ভোটারা। এরমেধ্য ভোটের সকল আয়োজন শেষ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। ভোট কেন্দ্রের নিরাপত্তাসহ সচ্ছ ব্যালট বক্স সরবরাহে উপজেলা প্রশাসনের নিকট আবেদন করা হয়েছে। এবারের নির্বাচনে ১২ টি কার্যকারী ও ৫ ওয়ার্ডে সদস্য পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবে। এবং ১৩৭৬ জন ভোটার ভোট প্রদান করতে পারবে। সীতাকুন্ড সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৫টি বুথে ভোটাররা পছন্দে প্রার্থী বেছে নিতে নিরবিচ্ছিন্নভাবে ভোট প্রদানের করতে পারবে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা তওহিদুল ইসলাম চেীধুরী।
তিনি বলেন,‘ বিগত কমিটি মেয়াদ উর্ত্তীন হওয়ায় সাধারন সভার মাধ্যমে ১৯ জুলাই নির্বাচন তারিখ ঘোষনা করা হয়েছে। তফসিল ঘোষানার পর মনোনয়ন গ্রহন, প্রদান, প্রত্যাহার,প্রতিক বরাদ্ধের পর প্রচার প্রচারনা শুরু হয়। ভোটার, প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক সহযোগীতায় অবাধ,নিরপেক্ষ,সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দেয়া হবে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে ।
নির্বাচনী ডামাঢোল বেজে উঠার সাথে ভোটারদের মনোযোগ আকর্ষনে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। শেষ মুহুর্তে প্রচারনায় জনসমর্থন আদায়ে তোড়জোড় চলছে । পোস্টার-ব্যানারে বাজারের অলি-গলি ও রাস্তা- ঘাট ঢেকে দেয়া হয়েছে। জয়-পরাজয় হিসেব-নিকেশে প্রার্থীদের চোখে-মুখে চিন্তার ভাজ পড়েছে।
সভাপতি প্রার্থী নাছির উদ্দিন বলেন,‘ সেবার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। যোগ্য-অযোগ্য যাচাই-বাছাই করে ভোট দেবে ভোটাররা। দল-মতের উর্ধে থেকে যোগ্য প্রার্থী নির্ধারনে ভূল করবে না। অতীতেও সেবা করেছি বর্তমানেও ব্যবসায়ীদের পাশে থেকে সেবা সেবা করে যাব।
বহুদিন পর দোকান মালিক সমিতিতে নির্বাচন হওয়ায় লাগায় ভোট আনন্দে মেতে উঠেছে দোকানদার ও মালিকরা। সবাই চাই নিজের পছন্দের প্রার্থীর বিজয়। নিকট পছন্দের প্রার্থী থাকলেও কমিটি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতার প্রশ্নে আপোষহীন। কমিটির সদস্যদের সাথে নিয়ে সকল সমস্যা-সমাধান করার যৌগ্যতা সম্পন্ন প্রতিনিধিকে নির্বাচন করবেন বলে জানান ভোটাররা।
ব্যবসায়ীরা বলেন,‘ পৌরসদর ব্যবসা-বানিজ্য ও প্রশাসনিক কর্মকান্ডের অন্যতম স্থান। এ বাজারকে ঘিরে লাখ লাখ মানুষের আসা-যাওয়া রয়েছে। তাই যেনতেন প্রার্থীকে ভোট দিয়ে নিজের পায়ে কোঁড়াল মারব না। তাই যোগ্য প্রার্থী বাছাই করার এখনই সময়। ব্যবসায়ীদের সুখে-দুখে ও ভাল-মন্দে পাওয়া যাবে এমন লোককে কমিটির সদস্য নির্বাচিত করতে হবে। নয়তো অযোগ্য অথর্ব প্রার্থী নির্ধারন করলে কপালে দুঃখ আসবে।