মোহাম্মদ রিপনঃ
৩ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ( গভঃ রেজি নং-১০২৮/৯৮) চট্টগ্রাম বিভাগের এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয় গোলজার টাওয়ারের পঞ্চম তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভাগীয় সদস্য সচিব লায়ন লুবনা হুমায়ুন সুমীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক এ, কে,এম নূরুল বশর ভূঁইয়া (সুজন)। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সদস্য ও কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক লায়ন কবিরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সদস্য এম,এ মতিন,হুমায়ুন কবির, মোক্তার আহমেদ, আবছার আহমদ, আমিনুল হক রিপন, জাহানারা বেগম, আতিকুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের পরিচালক ও অধ্যক্ষবৃন্দ।
সভায় নতুন সদস্যদের তালিকা প্রকাশ, নির্বাচন নিয়ে আলোচনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, গত দুই বছরে কিন্ডারগার্টেন স্কুল গুলো কঠিন সময় পার করছে, কিছু সামাজিক ব্যাক্তি এবং সংগঠন ছাড়া এই মহা দুর্দিনে স্কুল গুলো কাউকে পাশে পায় নি, যা সত্যি দুঃখ জনক। তিনি স্কুল ও শিক্ষকদের প্রণোদনার আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।