মোঃ শফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
রাজারহাটে তৃতীয় পর্যায়ে ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহহীন ঘর সহ দলিল হস্তান্তর
বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন ।
উপজেলা পর্যায়ে রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উত্তম কুমার রায়,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী, উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,সহকারি কমিশনার (ভূমি) আকলিমা বেগম, জেলা আওয়ামীলীগের সম্মানীত সদস্য চাষী আঃ ছালাম,ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু,ইয়াছমিন বেগম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,গণমাধ্যম কর্মী,জনপ্রতিনিধি ও গৃহহীন পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।