মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন নাককাটির হাট বাজারে "নাককাটির হাট মাদক প্রতিরোধ সংস্থা" এর আয়োজনে মাদক নির্মূল ও টেকসই আলোকিত সমাজ প্রতিষ্ঠার লক্ষে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে " করেছি দৃঢ় অঙ্গিকার মাদক নির্মূল হবেই এবার" এই শ্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম। তিনি স্থানীয় সকল শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে মাদক সহ সকল অপকর্ম সমাজ থেকে মূলোৎপাটন করতে সবার সহযোগিতা কামনা করেন। হাফেজ মোঃ ইহসানুল হক এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে ও মোঃ হাসিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মোঃ শহিদুল ইসলাম।
উল্লেখ্য যে, ওসি নাজমুল আলম রাজারহাট থানায় যোগদানের পর উমরমজিদ ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনতার উদ্যোগে রাজমাল্লীরহাটে মাদক প্রতিরোধ সমাবেশের যাত্রা শুরু হয় ধারাবাহিক ভাবে ছিনতাই ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
ধারাবাহিক কর্মযজ্ঞের অংশ হিসেবে চাকিরপশার ইউনিয়নের নাককাটিরহাট যুব সমাজের উদ্যোগে মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হলো।
মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি নাজমুল আলম মাদক প্রতিরোধে দিকনির্দেশনা ও সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরেন। সাধারণ মানুষ তার কথায় অনুপ্রেরণা ও উৎসাহ পেয়ে একাত্মতা প্রকাশ করেন।
আয়োজনের মধ্য দিয়ে অনেক সাধারণ মানুষ প্রতিবেদকের কাছে মতামত প্রকাশ করেন, রাজারহাটের প্রতিটি এলাকায় সচেতন জনগণ যদি তৎপর হয়ে ওসি স্যারের সংগে থাকি তাহলে অতি দ্রুত রাজারহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন সম্ভব হবে।
"ওসি নাজমুল আলম স্যারকে সহোযোগীতা করুন,
মাদক ও জুয়া মুক্ত রাজারহাট গড়ুন"
আসুন আগামীর প্রজন্মের সোনালী ভবিষ্যতের কথা চিন্তা করে একটি নিরাপদ রাজারহাট গড়ে তুলি।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নাককাটিরহাট সহ সমগ্ৰ উপজেলায় মাদকের মুলোৎপাটন হবে ইনশাআল্লাহ।
পরিশেষে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন ।