হাড়কাঁপানো শীতের তীব্রতায় যখন অসহায় মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিষহ, ঠিক তখনই মানবিকতার শক্ত বার্তা নিয়ে মাঠে নামে উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন।
১৬ জানুয়ারি, রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন ও শবে মেরাজের মতো ফজিলতপূর্ণ সময়ে আয়োজিত শীত উষ্ণতা ইভেন্ট–২৬ এর মাধ্যমে সংগঠনটি এতিম, হেফজখানার শিক্ষার্থী, পথচারী, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই মানবিক কার্যক্রম দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে “কুরআনের পাখিদের মাঝে উষ্ণতার ছোঁয়া” কর্মসূচির আওতায় আনোয়ারার তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানায় অধ্যয়নরত এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দ্বিতীয় ধাপে আনোয়ারার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা শাহ মোহসেন আউলিয়া (রহ.) স্মৃতিবিজড়িত বটতলী চৌমুহনী, সেন্টার, ১৫ নম্বর ঘাট ও সিইউএফএল এলাকায় পথচারী, অসহায়, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এবং পাশাপাশি কয়েকটি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করা হয়।
শীত উষ্ণতা কার্যক্রমে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উপদেষ্টা পরিষদ, সদস্যবৃন্দ ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী সদস্যদের আর্থিক ও সার্বিক সহযোগিতায় এই আয়োজন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,মানবতার কোনো ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক সীমা নেই। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন পরিবার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।সবশেষে, এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যাঁরা অর্থ, সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের সকলের প্রতি স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন পরিবার গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে।