"ক্বিয়ামত বা মহাপ্রলয়"
মোহাম্মদ আব্দুল হাকিম
(আলহাজ্ব খাজা হাবীব)
ক্বিয়ামত হল মহাপ্রলয় তা
ধ্বংস যজ্ঞের দিন
ঊনিশ দিন ব্যাপী চলবে তা
সবকিছু হবে বিলীন।
পর্বতমালা উত্তোলিত হবে
ধূনিত রঙিন পশমের মত
বিক্ষিপ্ত পতঙ্গের মত হবে
দুনিয়ায় মানুষ আছে যত।
পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য
চন্দ্র একই দিকে
পালাবার ঠাঁই না পেয়ে মানুষ
ঘুরবে দিক বিদিকে।
চুর্ণ-বিচুর্ণ হবে পৃথিবী
সিঙ্গায় ফুৎকার কালে
অসহায়ের মত সমবেত হবে
মানুষ দলে দলে।
প্রবল কম্পনে প্রকম্পিত হবে
পৃথিবীর ধ্বসে যাবে সব
মানুষ বলবে ইয়া নাফ্সি
ইয়া নাফ্সি হে আমার রব!
পশুপাখি গাছ-বৃক্ষ তরুলতা আর
প্রাণীকুলের হবে দুর্গতি
পৃথিবীর বুকে সকল জীবের হবে
একই পরিণতি।
কেউ কারও সাথী হবে না কোন
বিপদের সেই দিনে
নবী-ওলী প্রেমে বিভোর ছিল যারা
মুক্তি পাবে তক্ষণে।
শাফায়াতের চাবি নবীর হাতে
পার করবে সব উম্মত
হাশর মি'জানের ভয় থাকবে না
পার হবে তারা পুলছিরাত।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।