মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ঠিকাদারবৃন্দ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাদ যোহর নগর ভবনের টাইগার পাসস্থ এবাদতখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঠিকাদার নেতৃবৃন্দ বলেন,খালেদা জিয়া দেশের মানুষের ভোটাধিকার,গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘ সময় সংগ্রাম করেছেন। তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
তাঁদের ভাষায়—খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, বরং জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলমগীর চেয়ারম্যান, মো. সাইফুল আলম চৌধুরী, আলাউদ্দিন, শহিদুল ইসলাম শহীদ, মো. একরাম, মো. ইদ্রিস, মো. মোস্তাক, সাইফুল, বাপ্পা, মাহমুদসহ সিটি কর্পোরেশনের সাধারণ ঠিকাদারবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং সুস্বাস্থ্য কামনাও করা হয়।