চট্টগ্রামে রাউজান থানার অন্তরগত পূর্ব আধার মানিক খ্যাতি পাড়া মানিক বিহারে প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হলো দানরাজা, দান শ্রেষ্ঠ ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান ।
থেরবাদী বৌদ্ধদের ত্রৈমাসিক বর্ষাব্রত সমাপনান্তে পাপকে প্রকৃষ্ট রূপে বরণ পুণ্যকে প্রকৃষ্ট রূপে বরণ এর মাধ্যমে প্রবারণা পূর্ণিমা উদযাপন হয় অনুষ্ঠানে শুরুতে পূজনীয় ভিক্ষু সংঘে আসন গ্রহণ, পুষ্প স্তবক দিয়ে বরণ ও মঙ্গলচারণ ।
পবিত্র মঙ্গলচারণ পাঠ করেন, মানিক বিহারে উপাধ্যক্ষ প্রজ্ঞা বংশ ভিক্ষু ।ধর্মীয় সংগীত পরিবেশন করেন সুর্বণ,দেবরাজ, অনন্ত বড়ুয়া তাদের তবলায় সহযোগীতা করেন অরণ্য বড়ুয়া।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মানিক বিহার পরিচালনা কমিটির আজীবন সভাপতি সুমন বংশ মহাথের ।
সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মৃনাল বড়ুয়া ।
রাউজানে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চিত্রাঙ্কন-কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাংবাদিক সনজয় বড়ুয়া মুন্নার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মিলন কান্তি বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক রণদীশ বড়ুয়া, সহ সভাপতি কিরণ বড়ুয়া, দুলাল রেণু ফাউন্ডেশনের পরিচালক শিমুল বড়ুয়া ।
অনুষ্ঠানে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও কঠিন চীবর দানে
আর্শীবাদক ছিলেন সদ্ধর্মকান্ডারী, সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের, উপ-সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
সভাপতিত্ব করেন শাসনশোভন, সদ্ধর্মজ্যােতি সুনন্দ মহাথের, সহ-উপসংঘনায়ক,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
প্রধান অতিথি ছিলেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
প্রধান জ্ঞাতি ছিলেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
বিশেষ অতিথি ছিলেন শাসন নিধি পুন্নানন্দ মহাথের, দপ্তর সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
ভদন্ত সুখানন্দ থের, অধ্যক্ষ, পূর্ব গুজরা জ্ঞানাংকুর বিহার।
প্রধান ধর্মদেশক ছিলেন সংঘনিধি সুমঙ্গল থের, অর্থসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
ধর্মদেশনা করেন ভদন্ত দেবমিত্র থের, সহ-অর্থসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ভদন্ত করুণাপ্রিয় থেরো,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ভদন্ত রাহুলাশ্রী থেরো, অধ্যক্ষ,পূর্ব আধার মানিক বৈজয়ন্তী বিহার।
সকালে মানিক বিহারের পরলোক গত সকল দায়ক-দায়িকার নির্বাণ সুখ কামনায় সংঘদান বিহার অধ্যক্ষ সুমন বংশ মহাথের ও দায়ক-দায়িকার পক্ষে চার জন গুণীজনকে সম্মামনা ও উত্তোরীয় প্রদান করা হয়।
পঞ্চশীল প্রার্থনা করেন বোধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধক ধর্মীয় সম্পাদক খোকন বিকাশ বড়ুয়া ।
এই ধর্মসভায় শত শত বৌদ্ধ নর নারীবৃন্দ উপস্থিত ছিলেন । সন্ধ্যায় প্রদীপ পুজা , ফানুষ উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।