1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

“গণতন্ত্রের প্রদীপ জ্বালাতে রক্তের দাগ বয়ে চলা আন্দোলন -চট্টগ্রামে বিএনপির শপথ”আমীর খসরু

  • সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ পঠিত

মোঃ শহিদুল ইসলামঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন

“গত ১৬ বছরের দমন-নিপীড়ন, মামলা-হামলা, আগুন ও রক্তের ভেতর দিয়ে বিএনপির নেতা-কর্মীরা খাঁটি সোনার মানুষে পরিণত হয়েছেন। এই সংগ্রামী মানুষরাই আগামী দিনে দেশের রাজনীতির নেতৃত্ব দেবে।”

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সংঘর্ষ ও ষড়যন্ত্রের কঠোর আভাস পাওয়া যাচ্ছে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, শ্রমিক নেতা নাজিম উদ্দিন চৌধুরী, যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি, ছাত্রদলের সাইফুল আলম, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি ও স্বেচ্ছাসেবক দলের বেলায়েত হোসেন ভুলু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক আত্মনির্ভরতার রাজনৈতিক দর্শন সামনে নিয়ে আসেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৭৯ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। পরবর্তীতে ১৯৯১ সালে গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের পর দলটি আবার ক্ষমতায় আসে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে।

দীর্ঘ সময়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি। বিশেষ করে গত ১৬ বছরে দলটির নেতা-কর্মীরা মামলা, হামলা, গুম-খুন ও নির্যাতনের ভেতর দিয়েও রাজপথে সক্রিয় থেকেছেন। প্রতিষ্ঠার ৪৭ বছর পর আজও দলটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে সমবেত হয়। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। নেতা-কর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে “গণতন্ত্র মুক্ত করো, ভোটাধিকার ফিরিয়ে দাও” স্লোগান দেন।

অনুষ্ঠান শেষে আনন্দ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপির নেতারা এ সময় বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমেই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট