চট্টগ্রামের পটিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবুল মনছুর (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার আবুল মনছুরের বাড়ি নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনিতে। তার বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার এজাহারে বলা হয়, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর একটি আইনি বিষয়ে সহযোগিতার সূত্র ধরে পরিচয় হয় আবুল মনছুরের সঙ্গে। এরপর ২০১৯ সালের ১৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে গৃহবধূর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন মনছুর। ধর্ষণের সময় গোপনে মোবাইলে আপত্তিকর ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে রাখে সে। এরপর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীকে ব্ল্যাকমেইল এবং একাধিকবার ধর্ষণ করেন।
এজাহারে আরও বলা হয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন মনছুর। প্রতিবারই তিনি নতুন করে ভিডিও ধারণ করতেন এবং সেগুলো ব্যবহার করে ভুক্তভোগীকে হুমকি দিতেন ও মানসিক চাপে রাখতেন। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি গোপনে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও ভুক্ত-ভোগীর পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, ‘মামলাটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল, তাই যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।