কক্সবাজার চকরিয়া পৌরসভায় অবস্থিত অত্যাধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-ইয়ামিন মডেল দাখিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার ফলাফলে A+ ১৫ জন, A ১৫ জন, A- ০৮ জন ও B-০৬ জন জিপিএ পেয়ে মোট ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করার গৌরব উপার্জন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ জয়নাল আবেদীন। তিনি এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। মাদ্রাসাটির অন্যতম পরিচালক আমজাদিয়া রফিকুল উলুম (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন জানান, আমরা বছরের শুরু থেকেই শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে পরিকল্পনা মাফিক পাঠদান দিয়ে থাকি। যার দরুন দূর্বল শিক্ষার্থীও পাস করতে সক্ষম হন। আরেক পরিচালক এস এম আলী জিন্নাহ বলেন,আমরা মাদ্রাসা পরিচালনা পর্ষদ শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কিনা সহ যাবতীয় বিষয়াদি সবসময় তদারকি করি। এবং দক্ষ শিক্ষক নিয়োগ দানের মাধ্যমে মান-সম্পন্ন পাঠদান নিশ্চিত করে থাকি। অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, মাদ্রাসাটিতে লেখাপড়ার মান অনেক উন্নত। কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে, অভিভাবকদেরকে সাথে সাথে অবগত করেন।
Leave a Reply