চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম" এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রামের মুরাদপুরে ফোরামের কার্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে বর্ণীল আয়োজনের মাধ্যমে ১০বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে উৎযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক এবং অত্র ফোরামের সাবেক সভাপতি শফিকুর রহমান। টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং অত্র ফোরামের সাধারণ সম্পাদক হাফিজ উল্লাহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী মোহাম্মদ মহসিন কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ স্বাধীন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাকলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মূসা, চকবাজার থানা ছাত্রদলের সদস্য সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আনোয়ার হোসেন, মেধাবী ছাত্র সাইদুজ্জামান সাইদু প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অত্র ফোরাম দেশের ক্রান্তিলগ্নে ২০১৫ সালের ১০জুলাই প্রতিষ্ঠিত হয়। স্বৈরাচার আওয়ামী লীগের আমলে দেশের শিক্ষার্থী ও জনগণের উপর জুলুম, অত্যাচার ভোটাধিকার হরণ সহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে অত্র সংগঠন রাজপথে প্রতিবাদ এবং সহযোগিতা করে গেছে। ভবিষ্যতেও উখিয়া-টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে পড়তে আসা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাবে।
অত্র ফোরামের সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, অত্র ফোরাম শিক্ষার্থী বান্ধব একটি সংগঠন। অত্র ফোরাম উখিয়া-টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে পড়ালেখা করতে আসা ভাই-বোন তথা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।শিক্ষার্থীদের বিপদে পাশে দাড়িয়েছে, শিক্ষা-কার্যক্রমে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। বৈষম্যহীন দেশ গড়তে অত্র ফোরাম অতীতে কাজ করে গেছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে। দেশপ্রেমিক ও মহান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী অত্র সংগঠন দেশ ও দেশের জনগণের জন্য যেকোনো পরিস্থিতিতে কাজ করে যাবে ইনশাআল্লাহ।