মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহার একটি বিল থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং রিভারভিউ ক্লাবের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮ টা) লাশের পরিচয় মিলেনি। তবে লাশটি ৫০-৬৫ বছর বয়সি পুরুষ ব্যক্তির বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ওসি মো. মনির হোসেন বলেন, ‘লাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করেছি। থানায় নিতে আইনি প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানা যাবে।’