চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়ায় ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন ও শিক্ষক এম এ ফয়েজ'র অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খবির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ জব্দুল হক, মাওলানা আলাউদ্দিন আল কাদেরী, শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন, সিরাজুল মুনীর, বাবলু দাশ, লক্ষ্মী রানী বৈদ্য, আইরিন দিলরুবা, উম্মে তাহেরা শাপলা, নাহিদা আক্তার, সাফিয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ জানে আলম বলেন, শিক্ষক এম এ ফয়েজ'র সুদীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতায় কোনো ধরনের খুত নেই। তিনি সকল শিক্ষার্থীর নিকট প্রিয় ও একজন আর্দশবান শিক্ষক ছিলেন। তাঁর বিনয়, সদাচার ও জ্ঞানভিত্তিক কর্মকান্ডের জন্য সকলে তাঁকে মনে রাখবে।