1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলসহ ছাত্রশিবিরের প্রবেশ নিষিদ্ধ একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা বান্দরবান হোটেল হিলভিউ এর ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু চট্টগ্রামে ‘অপরাধ দমন’ প্রতিনিধিদের সঙ্গে যুগ্ম সম্পাদক এমদাদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা বাইশারীতে চার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করল কৃষি বিভাগ কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার লিক করে গ্যাস আতঙ্কে পথচারী, উধাও চালক হেলপার সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিজিবির হাতে বিএনপি নেতা আটক আমজনতার দল চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘অপরাধ দমন’ প্রতিনিধিদের সঙ্গে যুগ্ম সম্পাদক এমদাদের সৌজন্য সাক্ষাৎ

  • সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭২ পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
দৈনিক অপরাধ দমন পত্রিকার চট্টগ্রাম অঞ্চলের সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন পত্রিকাটির সম্মানিত যুগ্ম সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক এমদাদ।
শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অপরাধ দমন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আজম খান, বিশেষ প্রতিনিধি মোঃ জুয়েল গণি, স্টাফ রিপোর্টার মোঃ জমির উদ্দিন, ক্যামেরা পারসন তসলিমা আক্তার ও মোঃ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য স্থানীয় প্রতিনিধিরা।
সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এই সরাসরি মতবিনিময় পর্বে এমদাদুল হক এমদাদ বলেন,

> “সংবাদপত্র হচ্ছে জাতির দর্পণ। তাই পত্রিকার প্রতিটি রিপোর্ট যেন তথ্যনির্ভর, নীতিনিষ্ঠ ও জনস্বার্থ সংশ্লিষ্ট হয়, সেটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে।”
তিনি প্রতিনিধিদের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের দক্ষতা বৃদ্ধিতে কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণ আয়োজনের আশ্বাস দেন।

মতবিনিময়ে উঠে আসে গুরুত্বপূর্ণ আলোচনা
আলোচনায় সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সংবাদ সংগ্রহে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। পাশাপাশি তারা পত্রিকার কনটেন্ট কাঠামো, নিউজ ফরম্যাট এবং আঞ্চলিক প্রতিবেদনকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়ার বিষয়ে কিছু প্রস্তাবও তুলে ধরেন।

পত্রিকার প্রতিনিধিত্বকারী এই সাংবাদিকরা বলেন,
> “আমরা চাই অপরাধ দমন শুধু অপরাধ প্রতিরোধে নয়, বরং সমাজ পরিবর্তনে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠুক।”

সাংবাদিকতার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ
মোহাম্মদ এমদাদুল হক এমদাদ তাঁর বক্তব্যে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা দেন এবং জানান যে,
আগামী দিনগুলোতে অপরাধ দমন হবে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। এজন্য সবাইকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।

আন্তরিক পরিবেশে শেষ হয় সফল এক আয়োজন
সম্পূর্ণ সময়জুড়ে ছিল বন্ধুত্বপূর্ণ, আন্তরিক ও পেশাদার পরিবেশ। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এমদাদুল হক এমদাদ সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের জন্য আরও ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট