
বিশেষ সংবাদদাতাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার আওতাধীন দারুস সালাম ওয়ার্ডের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী জনাব মোঃ শফিউল আলমের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকটি অনুষ্ঠিত হয় বন্দরটিলা কাঁচাবাজারের পেছনে আলিশা নগর এলাকায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দারুস সালাম ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন ইপিজেড থানা জামায়াতে ইসলামী’র সংগ্রামী আমীর জনাব আবুল মোকাররম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন দারুস সালাম ওয়ার্ড সভাপতি মোঃ মিজান খান, যুব ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার শাহিন,সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক জনগণ।
প্রধান অতিথি জনাব আবুল মোকাররম তাঁর বক্তব্যে বলেন—“দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী নেতৃত্বকে সামনে আনতে হবে। জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকেছে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। আসন্ন নির্বাচনে আমাদের প্রার্থী শফিউল আলম ভাইকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি মোহাম্মদ সাহেদ বলেন—“আমরা পরিবর্তন চাই, কিন্তু সে পরিবর্তন আসবে ইসলাম ও সৎ নেতৃত্বের মাধ্যমে। জনগণের আস্থা অর্জনের জন্য আমাদের আরও বেশি জনসংযোগ ও সেবামূলক কার্যক্রম বাড়াতে হবে।”
ওয়ার্ড সভাপতি মোঃ মিজান খান বলেন— “দারুস সালাম ওয়ার্ডের প্রতিটি দায়িত্বশীল মাঠে থাকবে ইনশাআল্লাহ। আমরা ঘরে ঘরে গিয়ে জনগণকে ইসলামী প্রার্থীর পক্ষে উদ্বুদ্ধ করব।”
যুব ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান বলেন—“যুব সমাজই পরিবর্তনের চালিকা শক্তি। আমরা তরুণরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের প্রার্থী শফিউল আলম ভাইয়ের বিজয় নিশ্চিত করব।”
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার শাহিন বলেন— “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ইসলামী নেতৃত্ব অপরিহার্য। আমরা মাঠে থেকে শ্রমিকদের সংগঠিত করব, যাতে ভোটের মাধ্যমে প্রকৃত পরিবর্তন আনা যায়।”
বক্তারা এককণ্ঠে আহ্বান জানান— “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধ, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনাব শফিউল আলমকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
শেষে উপস্থিত সকলের মধ্যে নির্বাচনী উদ্দীপনা ও ঐক্যের চেতনা ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি পরিণত হয় এক প্রাণবন্ত গণসমাবেশে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জমিদারবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত,ব্যবসায়ী, শ্রমিক, যুবসমাজসহ সর্বস্তরের জনগণ। বক্তাদের বক্তব্যে প্রতিফলিত হয় ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়।
Leave a Reply