চট্টগ্রামে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে ক্লাউডকোর অ্যাকাডেমি নামে একটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় নগরের চকবাজার এলাকার সাফা টাওয়ারের ষষ্ঠ তলায় (অলি খাঁ মসজিদের বিপরীতে) অবস্থিত এই প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসাইন।
উদ্বোধনী বক্তব্যে ড. মোহাম্মদ নূর হোসাইন বলেন, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে তরুণরা ঘরে বসেই বৈশ্বিক বাজারে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারে। ক্লাউডকোর একাডেমির মতো উদ্যোগ তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাউডকোর অ্যাকাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো. মেহরাজ হোসেন সিজান।
অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাকাডেমির পরিচালক সৈয়দ মিয়া হাসান। তিনি বলেন, তরুণদের ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় অপচয় না করে ফ্রিল্যান্সিংয়ের মতো উৎপাদনশীল কাজে মনোযোগী হওয়া উচিত। ফ্রিল্যান্সিং শুধু ব্যক্তিগত আয়ের উৎস নয়, এটি পরিবার ও দেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখে।
তিনি আরও বলেন, একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে বড় কোনো অ্যাকাডেমিক ডিগ্রির প্রয়োজন নেই। প্রয়োজন দক্ষতা, ইংরেজিতে পারদর্শিতা এবং ধৈর্য। ক্লাউডকোর অ্যাকাডেমি সেই দক্ষতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
ক্লাউডকোর অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ক্লাউডকোর অ্যাকাডেমিতে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মোশন ডিজাইন, অনলাইন বিজনেস ব্র্যান্ডিং, ভিডিও এডিটিংসহ ১০টির বেশি বিষয়ের ওপর তিন মাসব্যাপি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। শিক্ষার্থীসহ যেকোনো পেশার মানুষ এসব কোর্সে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে আয়মুখী কাজের সুযোগ তৈরিতে সহায়তা করা হবে।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশে জেলা -০৩ এর এডিটর মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, ন্যাশনাল এক্সিকিউটি সেক্রেটারি, ক্রীড়া সংগঠক এবং সমাজসেবক মো. লিয়াকত আলী, পটিয়া মেরিট কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রভাষক মো. শহিদুল্লাহ সাদা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি চকবাজার শাখার ম্যানেজার (অপারেশন), প্রাইম কোচিংয়ের পরিচালক মো. মাহফুজ ইবনে কবির, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বোয়ালখালী শাখার ম্যানেজার (অপারেশন) মো. সেকান্দার রহমান, আই স্টক বিডির ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ খান, বান্দরবানের ব্যবসায়ী প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, ক্লাউডকোর অ্যাকাডেমির একাউন্টেন্ট ও সম্পাদক সৌরভ দাশ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষক নুরুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ জুনায়েদ হোসাইন, এম. এ. শাকুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।