মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় চেয়ারম্যান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন— সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পী (৫৬)। তারা সারোয়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বশরের ছেলে। তাদের বড় ভাই বেলাল হোসেন বর্তমানে একই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেনাবাহিনীর অভিযানে চারটি বিদেশি শটগান, দুটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান জানান, গ্রেপ্তার সালাউদ্দিন রুমির বিরুদ্ধে ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বেচাকেনা ও নিজস্ব পদ্ধতিতে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে রুমি ও বাপ্পী পুকুরে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে সেনাবাহিনী তাদের দ্রুত আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প কমান্ডার জানান, পরিত্যক্ত বাড়ির সিলিংয়ের ভেতর, আলমিরার গোপন বাক্সে, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকিয়ে রাখা অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুই ভাইকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।