
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের জ্যৈষ্ঠপুরাস্থ শ্রীশ্রী ত্রিনাথ ধামে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে উত্তরায়ণ পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে বুধবার থেকে শুক্রবার উষালগ্ন পর্যন্ত।
আয়োজক সূত্র জানায়, মধুমঙ্গলময় এ ধর্মীয় অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। মহানামযজ্ঞের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পথপরিচিতিঃ-চট্টগ্রাম শহরের বহদ্দারহাট থেকে কানুনগোপাড়া টেম্পু/যানযোগে কানুনগোপাড়া কলেজ নেমে, কলেজের দক্ষিণ পাশের রাস্তা ধরে পূর্ব দিকে অগ্রসর হলে জ্যৈষ্ঠপুরা শ্রীশ্রী ত্রিনাথ ধাম।
Leave a Reply