মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম নগরের সার্সন রোড এলাকায় অবস্থিত জয়পাহাড় কেটে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের একটি পরিদর্শক দল সরেজমিনে জয়পাহাড় এলাকা পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়। এ সময় তারা বিপিসিকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং বুধবার পরিবেশ অধিদপ্তরে উপস্থিত হয়ে শুনানিতে ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিপিসির বিরুদ্ধে একতরফাভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিপিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পাঁচতলা স্টিল স্ট্রাকচারের একটি ভবন নির্মাণ করছে। নিজস্ব কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে অফিস কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ কারণে জয়পাহাড়ে নিজেদের জায়গায় অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
তবে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিপিসি পাহাড় কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করছে। যা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পাহাড় কাটাকে কেন্দ্র করে পরিবেশবাদী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, পাহাড় কাটা বন্ধ না হলে নগরে ভূমিধসের ঝুঁকি আরও বাড়বে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানির পর বিপিসির বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।