আদালত সংবাদদাতাঃ
ছাত্রকে বলাৎকারের অভিযোগে নগরীর দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. ইসমাইল (৪৭)কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাইদুর রহমান গাজী।
আজ সোমবার ১৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ আদেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম ওই ছাত্রকে ২০২২ সালে নগরীর দারুল উলুম মাদরাসায় হিফজুল কোরআন বিভাগে ভর্তি করানো হয়। মাদরাসায় থাকাকালীন ঐ শিক্ষক তাকে ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করতো। সর্বশেষ ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ৬ষ্ঠ তলার গোসল খানায় নিয়ে জোর পূর্বক বলাৎকার করে। বিষয়টি মাদরাসা পরিচালনা কমিটি অবহিত করলে ছাত্রের মা বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। আসামী মো. ইসমাইল গ্রেপ্তারের পর ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তদন্তকারী কর্মকর্তা একই বছর ২৯ ডিসেম্বর চার্জসিট দাখিল করেন। ২০২৩ সালের ১৪ জুন চার্জগঠনের পর বাদী, ডাক্তার, ভিকটিম, তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জন আদালতে সাক্ষী দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রর পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট হায়দার মো. সোলাইমান ও অতিরিক্ত পি.পি. এডভোকেট আকবর আলী। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. ফোরকান রায় প্রচারকালে আসামী আদালতে হাজির ছিল।