মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনকে ৩টিতে নামিয়ে আনার নির্বাচন কমিশনের প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রামে বাগেরহাট জেলা ফোরাম-এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট ২০২৫, শুক্রবার বিকেলে চট্টগ্রামের সিইপিজেড গেইট চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বাগেরহাট জেলার নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের প্রকাশ ঘটে। মানববন্ধনে বক্তারা বলেন, "জনগণ ও ভৌগলিক বাস্তবতা উপেক্ষা করে আসন কমানোর সিদ্ধান্ত শুধু অযৌক্তিই নয়, এটি জেলা বাসীর সাংবিধানিক প্রতিনিধিত্ব হরণের অপচেষ্টা।"
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম-এর আহ্বায়ক মোল্লা মোঃ সরোয়ার হোসেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিকদার আলতাফ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ মিজানুর রহমান, মাস্টার আমিনুল ইসলাম, মো. আবদুর রহিম, মো. রুবেল শেখ, মোঃ ছগির হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ মামুন শেখ, সাইফুল ইসলাম, মোঃ শাহিন আলম, মাওলানা মো. মিজান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, “বাগেরহাট একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা। এখানকার জনসংখ্যা, ইতিহাস, ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় চারটি আসন যৌক্তিক ও অপরিহার্য। আসন কমানো হলে এখানকার জনগণ রাজনৈতিকভাবে বঞ্চিত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য তৈরি হবে।”
ফোরামের পক্ষ থেকে অবিলম্বে নির্বাচন কমিশনের প্রস্তাব বাতিল করে ৪টি সংসদীয় আসন বহালের দাবি জানানো হয়। তা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতারা।