মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ
দেশের সম্পদ সমৃদ্ধ হলেও অতীতের নেতৃত্বের চারিত্রিক দুর্বলতায় জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে—বিবেকের আলোকে হকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান আমীরের,,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামীতে যে নির্বাচন আসছে, সেখানে হক ও বাতিলের ফায়সালা হবে। ভোট শুধু অধিকার নয়, এটি একেকটি বড় আমানত। এতে ভুল করা যাবে না।” শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন ফিরোজশাহ বড় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলটি পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমীর মাওলানা তাজুল ইসলাম। প্রধান মুফাসসির ছিলেন মাওলানা মাইমুনুল হক।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কুরআন এক, আল্লাহ এক, নবী এক। দেশ আমাদের জন্মভূমি—এটি আল্লাহর বিশেষ দান। জলে-স্থলে, মাটির নিচে এই দেশ সম্পদে ভরপুর। কিন্তু অতীতে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের চারিত্রিক দুর্বলতা এবং দায়িত্বশীলতার অভাবের কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষমতায় গিয়ে অনেকেই খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছে—এটাই জাতীয় সংকটের মূল কারণ।”
তিনি আরও বলেন, “আমরা কোনো দলকে ক্ষমতায় নেয়ার আন্দোলন করছি না। আমরা আল্লাহর দ্বীনের বিজয় চাই, জনগণের বিজয় চাই। দুর্নীতি মুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য হকের পক্ষে ভোট দিতে হবে। আল্লাহ ছাড়া কারো রক্তচক্ষুকে পরোয়া করা যাবে না।”অসৎ চক্রের বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমীরে জামায়াত বলেন,“খেয়াল রাখবেন, কোনো শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশা আল্লাহ।”
দুপুর ৩টায় ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে অবতরণ করেন। স্থানীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে দেশের ভবিষ্যৎ, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান,জামায়াত নেতা ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী,নগর জামায়াতের আমীর নজরুল ইসলাম,উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার,নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন,দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল অলম চৌধুরী,উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার,দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা বদরুল হক,
এছাড়া আরও উপস্থিত ছিলেন,নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার,মোহাম্মদ উল্লাহ,ফয়সাল মুহাম্মদ ইউনুস,নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী,চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক,নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান,ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি তানভীর হোসেন জুয়েল,দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম,চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা. আবু নাসের,চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম
এছাড়াও নগর, উত্তর-দক্ষিণ জেলা এবং বিভিন্ন থানার জামায়াতের নেতা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ হাজারো মানুষ মাহফিলে উপস্থিত ছিলেন।“আল্লাহর রাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি-মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা পিছপা হবো না। প্রিয় জন্মভূমিকে ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তর না করা পর্যন্ত আমরা থামবো না”—উল্লেখ করে তাঁর বক্তব্য শেষ করেন আমীরে জামায়াত।