পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়ের উদ্যোগে চট্টগ্রামে শহরে বসবাসরত মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে এই উপহার। আর এসব উপহার তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাই (ওসি)। দেশের বীর সন্তানদের এই উপহার দিতে পেরে নিজেদের আনন্দিত মনে করছে পুলিশ প্রশাসন। নগর পুলিশের আওতাধীন ১৬ থানায় বসবাসরত জীবিত মুক্তিযোদ্ধাদের ঘরে এসব ঈদের উপহার পাঠানোর উদ্যোগ নেন নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা কৃষ্ণপদ রায়। এর অংশ হিসেবে প্রত্যকটি থানায় উপহার সামগ্রী পৌঁছে যায়। এই উপহারের প্রত্যকটি প্যাকেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের তদারকিতে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন। নগরীর সব থেকে ব্যস্ততম থানা কোতয়ালী। সর্বমোট ৬০ জন মুক্তিযোদ্ধার বসবাস এই থানা এলাকায়। সকাল থেকেই নিজে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন এই উপহার এমনটাই জানান কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির। এই বিষয়ে ওসি জাহিদুল কবির বলেন, কমিশনার স্যারের পক্ষ থেকে এসব উপহার জাতির শ্রেষ্ঠ সন্তানদের হাতে তুলে দিতে পেরে আমার নিজেরই আনন্দ লাগছিল। এমন উপহার পেয়ে ওনারাও আনন্দিত হয়েছেন।তিনি আরো বলেন, যে মানুষগুলো জীবন বাজি রেখে স্বাধীন দেশে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন, সেই মানুষগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেন ওসি।