অদ্য ২৩.০৭.২০২৫ খ্রি. বুধবার সকাল ১০ টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার কামিল ১ম,২য় পর্ব ও ফাযিল ১ম,২য় ও ৩য় বর্ষের ছবক অনুষ্ঠান মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সবক অনুষ্ঠানে কামিল হাদিস ১ম ও ২য় পর্বের শিক্ষার্থীদের সহীহ বুখারী শরীফ হতে সবক প্রদান করেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শায়খুল হাদীস, উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ, মুহাদ্দিসে আযম, হযরত আল্লামা হাফেজ সোলাইমান আনসারি মুঃজিঃআঃ ও সুনানে আবু দাউদ শরীফের সবক প্রদান করেন জামেয়ার প্রধান মুফতি, মুফতিয়ে আযম, আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ মু,জি,আ এবং
ফাযিলের সবক প্রদান করেন আনজুমান
রিসার্চ সেন্টারের মহাপরিচালক বরণ্য আলেমেদ্বীন, বহুগ্রন্থ প্রনেতা ও সফল অনুবাদক আল্লামা আব্দুল মান্নান মু,জি,আঃ।
অতিথিগণ শিক্ষার্থীদের- ইলমে দ্বীন অর্জন করে পরিবার,সমাজ, রাষ্ট্র ও দ্বীন-মাযহাব মিল্লাতের খেদমতে ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপসহ গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।
এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- ১৯৯৬ সালে আউলাদে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ মুঃ জিঃ আঃ এর নুরানি হাতে প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে এই গৌরবময় মাইলফলকের মূহুর্তে মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন এ সফলতার জন্য মশায়েখ হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং হাদিস শিক্ষার জন্য মহিলা শিক্ষার্থীদের অনন্য সুযোগ।
এতে মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, উপাধ্যক্ষ মাওলানা ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সকল শিক্ষক-শিক্ষিকা , শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।
পরিশেষে শিক্ষার্থীদের সার্বিক, সফলতা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনা করে দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply