নিজস্ব সংবাদদাতা, (চট্টগ্রাম)
দক্ষিণ চট্টগ্রামে বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত ''চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম'র উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সাতকানিয়ায় সী-ওয়াল্ড রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাপস দে আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, প্রবাসী সেলিম উদ্দিন, জসিম উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য সহ বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং বিভিন্ন উপজেলায় কর্মরত স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে গঠিত কমিটি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্যরা গরিব অসহায়দের মাঝে ইফতার ও ঈদবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে। আগামীতে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বক্তারা অনুরোধ জানান।