বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ৬ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আগামী এক মাসের জন্য কার্যকর থাকবে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর মাহমুদ এবং কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. খালিদ হোসেন স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটিতে মহিউদ্দীন কাদেরকে ১নং সমন্বয়ক করা হয়েছে। অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন—বাদল কান্তি নাথ, মুহাম্মদ মাহবুব, তারেক আজিজ, হাবীব উল্লাহ, আজিজুল ইসলাম ও মুহাম্মদ রাসেল।
সদ্যঘোষিত সমন্বয় কমিটির মহিউদ্দীন কাদের বলেন, “বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এই সমন্বয়ক কমিটি অনুমোদন দিয়েছে। আশা করছি কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় আগামী এক মাসের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলাকে সুসংগঠিত করে আহ্বায়ক কমিটি গঠন করতে পারবো। জনতার অধিকারই আমাদের অঙ্গীকার—এই প্রত্যয়ে আমরা কাজ করে যাবো।”