1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী বাংলা ভাষা পরিষদ কেন্দ্রীয় সদস্য হিসেবে নিবন্ধন পেলেন মোঃ ফেরদাউস আলম সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাবেক ছাত্রলীগ সভাপতির গ্রেপ্তার ঘিরে নতুন প্রশ্ন?হামলার দিন কী ভূমিকা ছিল সাদ্দাম হোসেনের কোতোয়ালীতে সাজা এড়াতে পলাতক মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার পতেঙ্গায় র‌্যাবের ভয়াবহ মাদকবিরোধী অভিযান চার কোটি পঞ্চাশ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক সমুদ্রে কোস্ট গার্ডের ডাবল স্ট্রাইক ৬ কোটি টাকার জাল ৫৩ জেলে আটক ট্রলার জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের স্পষ্ট বার্তা জনগণকে সঙ্গে নিয়েই নগরীর আইনশৃঙ্খলা নিশ্চিত হবে বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ত্রিনাথধামে উত্তরায়ণ পূজা ও অষ্টপ্রহর মহানামযজ্ঞ

চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের স্পষ্ট বার্তা জনগণকে সঙ্গে নিয়েই নগরীর আইনশৃঙ্খলা নিশ্চিত হবে

  • সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জননিরাপত্তা এবং সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ ।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিশিষ্ট নাগরিক সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন পুলিশ একা কোনো সমাজকে নিরাপদ রাখতে পারে না। নাগরিকদের সচেতনতা তথ্য সহযোগিতা এবং আস্থাই পারে একটি শহরকে নিরাপদ রাখতে। এ সময় তিনি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন চট্টগ্রাম মহানগরী একটি বন্দরনগরী এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে অপরাধ দমন যানজট নিরসন এবং নাগরিক সেবার মান উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। সিএমপি ইতোমধ্যে অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা গ্রহণ করেছে এবং থানাভিত্তিক সেবার মান উন্নয়নে বেশ কিছু কার্যকর উদ্যোগ নিয়েছে।

সভায় নগরীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিএমপি কমিশনার। তিনি জানান কিশোর গ্যাং মাদক চাঁদাবাজি ছিনতাই ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এবং অতিরিক্ত দায়িত্বে অর্থ ও প্রশাসন মোহাম্মদ হুমায়ুন কবির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ওয়াহিদুল হক চৌধুরী উপ পুলিশ কমিশনার সদর মুহাম্মদ ফয়সাল আহম্মেদ যিনি সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।এছাড়াও সিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন পুলিশ ও গণমাধ্যম সমাজের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম যেমন অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে তেমনি পুলিশের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা এমন নিয়মিত সংলাপ চট্টগ্রাম মহানগরীর শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট