‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫’ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জন।
আজ ১৩.০১.২০২৬ খ্রি. মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫-২৬ চট্টগ্রাম পাহাড়তলী হাজী ক্যাম্পে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
শিক্ষার্থীরা ক্বিরাত, হামদ/নাত, আযান, উপস্থিত বক্তব্য, রচনা, ইসলামী সাধারণ জ্ঞানে ক ও খ গ্রুপে ৮টি ইভেন্টে ১ম স্থান, ৪টিতে ২য় স্থান ও ১টিতে ৩য় স্থান অর্জন করে।
শিক্ষার্থীদের এ গৌরবোজ্জ্বল সুনাম অক্ষুন্ন রাখায় জামেয়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী প্রমুখ সকল সম্মানিত শিক্ষকবৃন্দ ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।