চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী স্মরণে
"আমাদের প্রণতির প্রাত্যাহিক নাম বঙ্গবন্ধু মুজিব" শিরোনামে
"বঙ্গবন্ধু" স্মারক বক্তৃতা গতকাল সন্ধ্যায় ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে স্মারক বক্তা ছিলেন হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ, প্রাবন্ধিক অধ্যাপক ছন্দা চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে গান পরিবেশন করেন লিপিরাণী শীল, কবিতা আবৃত্তি করেন শিক্ষক বাবুল কান্তি দাশ,শিক্ষক বিজয় শংকর চৌধুরী,ছাত্রনেতা এম,মঞ্জুর আলম প্রমুখ। সভায় স্মারক বক্তা অধ্যাপক ছন্দা চক্রবর্তী বলেন বঙ্গবন্ধু আজীবন বাংলা মানুষের মুক্তির জন্য লড়ে গেছেন।স্কুল জীবন থেকেই তিনি পরাধীন বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয়ার স্বপ্ন একেছিলেন এবং প্রতিনিয়তই নিজেকে লড়াই সংগ্রামের জন্য আপোষহীনভাবে লড়ে গেছেন।
বঙ্গবন্ধু মুজিব চির প্রেরণা আর চেতনার উৎস। বঙ্গবন্ধু বাঙালী হৃদয়ের চির সম্মানের প্রদীপ হয়ে থাকবে। বাংলার গন্ধে বর্ণে, শিল্প সাহিত্য সংস্কৃতির অবিচ্ছেদ্য বঙ্গবন্ধু মুজিব। স্বাধীনতার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার প্রতিটি সত্তায় মুজিব সঞ্চারিত। বাঙালির শৃঙ্খলমুক্তির পুরোধা মুজিব।মুজিব আর বাংলাদেশ অবিচ্ছেদ্য। আমৃত্যু যাঁর স্বপ্ন ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।অসীম সাহসিকতার অনন্য প্রাগ্রসর পুরুষ বঙ্গবন্ধু মুজিব। ত্যাগ আর সেবা যাঁর নিয়ত পথচলা।তাই তো মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।