চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে শিক্ষক সমাজের বর্তমান দিনকাল আজ ও আগামীর ভাবনা শীর্ষক এক সভা গতকাল ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরা বিশিষ্ট শিক্ষাবিদ কবি নিয়তি রায় বর্মন,পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব,প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ,সঙ্গীতশিল্পী রুপম মূৎসূদ্দী টিটু,শিক্ষক লিপি রাণী শীল , সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ,সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন -কোভিড-১৯ শিক্ষায় বড় ধরনের আঘাত হেনেছে। এর থেকে উত্তরণে সবার সর্বাত্মক সহযোগিতা আবশ্যক। শিক্ষায় আরো বেশী মনোযোগী হতে হবে। শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে সক্রিয় রাখতে হবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায়।