আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
৭ ই নভেম্বর রাত ১০ টার দিকে, চট্টগ্রাম নগরের হালিশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের বাসা হালিশহর থানাধীন মাইজপাড়া এলাকা, শাপলা আবাসিক এলাকায়। নিহত আকবর ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে কথিত আছে! প্রাথমিকভাবে পূর্বের শত্রুতার জেরে এ খুন হয়েছে বলে মনে করা হচ্ছে।