পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও প্রাবন্ধিক মহিউদ্দীন কাদের চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসন থেকে গণঅধিকার পরিষদ দলীয় কার্য্যলয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুরের নিকট দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাঃ জাফর মাহমুদ, সহ-সভাপতি মাস্টার শামসুল আলম, গণঅধিকারের দপ্তর সম্পাদক রিজোয়ান রুপ দিনেশ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, গণঅধিকারের সহ সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, কেন্দ্রীয় কমিটির টেকসই ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি সাহেদুল ইসলাম প্রমুখ।
মহিউদ্দীন কাদের বলেন- চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউজের অবস্থানও এই আসনে। চসিকের ২৭ থেকে ৩০ নম্বর এবং ৩৬ থেকে ৪১ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১১ আসন। পতেঙ্গা, বন্দর, সদরঘাট ও ইপিজেড থানা এবং ডবলমুরিং থানার একাংশ পড়েছে এ আসনে। এখানে রয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর, দুটি বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিমানবন্দর, নৌ-বিমানঘাঁটি, তেল শোধনাগার পদ্মা-মেঘনা-যমুনা ও ইস্টার্ন রিফাইনারিসহ জাতীয় বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা।
তিনি আরও বলেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার আপামর জনসাধারণ একটি নামকে ধারণ করে সেটা হলো ভিপি নুর। ট্রাক প্রতিককে চেনাতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার আপামর জনসাধারণ একটি নামকে চিনে সেটা হলো ভিপি নুর। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতিককে চেনাতে হবে। মানুষের ঘরে ঘরে যেতে হবে। আগামী নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে। তবেই ভালো কিছু হবে আমাদের জন্য। আশাকরি দল আমাকে মনোনয়ন দিলে জনগণের মৌলিক অধিকার, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।