মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম ১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া জসিম উদ্দিনের প্রার্থীতা বাতিল ও তাকে গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় ‘বিপ্লবী জুলাই যোদ্ধা’ ব্যানারে আয়োজনটি করা হয়।
আয়োজক ও অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জসিম উদ্দিন জুলাই আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলার আসামি, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন।এসব অভিযোগ তুলে তারা তার প্রার্থীতা বাতিল করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।তবে এসব অভিযোগ বিষয়ে জসিম উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন ‘আঠারো কোটি সংস্কার আন্দোলন’ ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী কয়েকজন নেতা ও কর্মী এর মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরের একজন নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত জসিম উদ্দিন আকাশ, জুলাই মঞ্চের অন্যতম সংগঠক ওসমান গনি,জুলাই আন্দোলনে আহত রিয়াদ সুলতানা নুরী, তানভীরুল ইসলাম, জান্নাতুল নাঈম, এমদাদ বাবু, নাজমুল, সানি, হৃদয় তরুয়ার মামলার বাদী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ এবং নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্বাসসহ ছাত্র–যুব–শ্রমিক খাতের আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন,যেহেতু জসিম উদ্দিন হত্যা মামলার আসামি ও আন্দোলন দমনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে,তাই তাকে চট্টগ্রাম–১৪ আসনের মনোনয়ন দেওয়া হলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
এসময় তারা অভিযোগগুলো তদন্ত করে দেখার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের প্রতি আহ্বান জানান।বক্তারা আরও বলেন, নির্বাচনে অভিযুক্ত ব্যক্তিকে প্রার্থীতা দেওয়া হলে তা নতুন করে ক্ষোভ ও শঙ্কার জন্ম দেবে।
মানববন্ধন শেষে ঘোষণা দেওয়া হয়,আসন্ন রবিবার চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন বাতিলের দাবিতে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হবে।