আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের পরিদর্শন ও মনিটরিং কার্যক্রমের ৪র্থ পর্যায়ে আজ বুধবার (২১ জানুয়ারী ২০২৬) বুধবার চন্দ্রঘোনায় অবস্থিত মাদ্রাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল, তৈয়বিয়া তাহেরিয়া নূরুল হক জরিনা মহিলা মাদ্রাসা এবং তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা (কে.পি.আর.সি) পরিদর্শন করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন মহোদয়ের নেতৃত্বে পরিদর্শন টিম মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হলে সংশ্লিষ্ট মাদ্রাসাসমূহের অধ্যক্ষ ও সুপারবৃন্দ তাদের আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শন টিম শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, লাইব্রেরি, ছাত্রাবাস, ডাইনিং রুম ও শিক্ষক মিলনায়তন সরেজমিনে পরিদর্শন করেন। পরে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন, বোর্ড সদস্য মুফতি আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। যুগ্মসচিব প্রফেসর মুহাম্মদ গোফরান এবং জামেয়ার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান।
মতবিনিময় সভায় পাঠ পরিকল্পনা প্রণয়ন, ডিবেট ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব ও সায়েন্স ক্লাব গঠনসহ শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে হিসাব রক্ষণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। আসন্ন দাখিল ও আলিম পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।মাদ্রাসা এ অদুদিয়া সুন্নিয়া ফাজিল এর অবকাঠামো রয়েছে এবং আরও নির্মাণাধীন একটি ভবনের কাজ চলমান রয়েছে। মাদ্রাসাটি কামিল শ্রেণিতে উন্নীত করণসহ অনার্স কোর্স খোলার সুযোগ রয়েছে বিবেচনায় সম্ভ্যাবতা নিশ্চিত করা যায় মর্মে পরিদর্শন টিম মত প্রকাশ করেন।
পরিদর্শনকালে তৈয়বিয়া তাহেরিয়া নূরুল হক জরিনা মহিলা মাদ্রাসার সার্বিক পরিবেশ ও ফুল বাগান অত্যন্ত সন্তোষজনক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন বোর্ড চেয়ারম্যান।
কর্ণফুলী পেপার মিল এলাকায় প্রতিষ্ঠিত তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ লেখা পড়ার মান উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য সুপারকে পরামর্শ দেয়া হয়।
এছাড়া শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়।
অত্যন্ত প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে পরিদর্শন ও মনিটরিং কার্যক্রমের ৪র্থ দিনের কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়।