মোহাম্মদ মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ সন্ত্রাসী শহিদুল বুইশ্যা চক্রের অন্যতম অস্ত্রধারী সহযোগী ইমন হোসেনকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেফতার করেছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতের বিশেষ অভিযানে চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়ার হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনী থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল কবিরের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গ্রেফতার ইমন হোসেন (২২) নাটোরের বরাইগ্রাম থানার জামাইদীঘা এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক।
এ ঘটনায় ইমনসহ পলাতক সহযোগীদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় Arms Act–এর 19A ধারায় মামলা (নং–১১, তারিখ: ০৭/১২/২০২৫) রুজু হয়েছে।
পুলিশ জানায়, ইমন হোসেনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানার আরও অন্তত চারটি মামলা—অস্ত্র আইনের 19A/19(f) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় আগেই রুজু করা হয়েছে।
পুলিশের দাবি, শহিদুল বুইশ্যা চক্রের অস্ত্রধারী এই সদস্য এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের প্রস্তুতি চলছে।